সুইচগিয়ার
সুইচগিয়ার-এর সংঙ্গাঃ
বৈদ্যুতিক ব্যবস্থা (Power system)-কে শর্ট সার্কিট এবং অন্যান্য দোষজনিত ক্ষতির হাত হতে রক্ষা করার জন্য ব্যবস্থা রাখতে হয়। এ কাজের জন্য সুইচগিয়ার ব্যবহার করা হয়, যার সাহায্যে ঐ ক্ষতিকারক প্রভাব নিয়ন্ত্রণে রাখা যায় এবং স্বাভাবিক ও অস্বাভাবিক অবস্থায় পাওয়ার সিস্টেমকে ‘অন’ এবং ‘অফ’ করে দেয়া যায়। সুইচগিয়ার বলতে সাধারনভাবে সুইচিং ব্যবস্থা (Switching device) এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রন (Regulating), আরক্ষ () ও মাপার (Measuring) সরঞ্জাম এবং ঐসব সরঞ্জাম বসানোর কাঠামো, কক্ষ ও কানেকশনের সমষ্টিকে বুঝায়।
ব্যবহারিক ক্ষেত্র অনুযায়ী সুইচগিয়ার দুই ধরনেরঃ
- ইনডোর সুইচগিয়ার
- আউটডোর সুইচগিয়ার।
- এলটি সুইচগিয়ার
- এইচটি সুইচগিয়ার।
- সার্কিট ব্রেকার
- রিলে।
No comments