বৈদ্যুতিক ত্রুটির ধারনা
বৈদ্যুতিক ত্রুটির ধারনাঃ
বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি বলতে বৈদ্যুতিক সার্কিটের কোন খুঁত বা দোষ, যার কারনে কারেন্ট কাঙিক্ষত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে প্রবাহিত হেওয়াকে বুঝায়
অথবা, যখন দুই বা ততোধিক পরিবাহী স্বাভাবিক ভোল্টেজ পার্থক্যে কাজ করার সময় যদি একত্রে সংস্পর্শে আসে, তখন ফল্ট সংঘটিত হয়েছে বলা হয়।
বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারনঃ
- ইন্সুলেশন ফেইলুর
- লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি
- লাইটনিং সার্জ
- ভোল্টেজ ড্রপ
- আনব্যালেন্স এবং স্ট্যাবিলিটির পতন ইত্যাদি।
বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে যে সকল ত্রুটি সংঘটিত হয়, তাদের মধ্যে শর্ট সার্কিট ত্রুটিই অন্যতম। শর্ট সার্কিট ফল্ট প্রধানত দু’প্রকার, যথাঃ
- সিমেট্রিক্যাল ফল্ট
- আনসিমেট্রিক্যাল ফল্ট।
সিমেট্রিক্যাল ফল্ট হলঃ
- তিন ফেজ একত্রে শর্ট সার্কিট হওয়া
- তিন ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট হওয়া।
আনসিমেট্রিক্যাল ফল্ট হলঃ
- সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট
- লাইন টু লাইন ফল্ট
- ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট (দু’ধরনের)
Electric Fault |
No comments