বাসবার ব্যবস্থাপনা


বাসবারের সংঙ্গাঃ
বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা মোটা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করে এবং বাসবার হতে নির্গত এক বা একাধিক সার্কিটের মাধ্যমে উক্ত এনাজি বিতরন করে।
বাস শব্দটি অমনিবাস (Omnibus) হতে নেয়া হয়েছে। এর অর্থ হল জিনিসপত্র সংগ্রহ করা। ইলেকট্রিক্যাল ভাষায় বাসবার বলতে কোন স্থান থেকে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহের ধারক (Collector)-কে বুঝায়। বাসবার হিসেবে সাধারনত কপার ও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তবে বর্তমান অর্থনৈতিক সাশ্রয় ও বিভিন্ন সুবিধা বিবেচনা করে অ্যালুমিনিয়াম অধিক ব্যবহৃত হয়ে থাকে। কপারের রেজিস্টিভিটি (Resistivity) অ্যালুমিনিয়ামের চেয়ে কম। তাছাড়া কপারের গলনাঙ্ক 1080'C এটি 200'C তাপমাত্রায় নরম হতে শুরু করে। অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক 657'C এবং এটি 180'C তাপমাত্রায় নরম হতে ‍শুরু করে। কতকগুলো মোটা মোটা কপার বা অ্যালুমিনিয়াম বারের দ্বারা বাসবার তৈরি করা হয়।
বাসবারের গুনাবলি বা বৈশিষ্ঠ্যঃ 
  • বাসবারের জন্য কম রেজিস্ট্যান্স সম্পন্ন পদার্থ ব্যবহার করতে হবে।
  • তাপমাত্রা ও সময় এর পরিবর্তনে এর রেজিস্ট্যান্স হ্রাস বৃদ্ধি হবে না।
  • প্রয়োজনমত ইন্সুলেশনের জন্য বাসবার-সমূহের মধ্যে যথেষ্ট পরিমানে গ্যাপ থাকতে হবে।
  • উচ্চ যান্ত্রিক শক্তি গুনসম্পন্ন পদার্থ ব্যবহার করতে হবে।
  • ভবিষ্যতে সিস্টেমের যে-কোন প্রকার পরিবর্তন পরিবর্ধন করার ব্যবস্থা থাকতে হবে।
গঠন অনুযায়ী বাসবার নিন্মধরনেরঃ
  • ইনডোর বাসবার
  • আউটডোর বাসবার 
  • ওপেন বাসবার
  • ইনক্লোজড বাসবার
  • তৈলে নিমজ্জিত বাসবার
  • চাপযুক্ত গ্যাস ইনসুলেটেড বাসবার
  • একই ধাতব আবরনে ব্যারিয়ার মুক্ত থ্রি-ফেজ বাসবার
  • আইসোলেটেড ফেজ বাসবার, ইত্যাদি।
   বিভিন্ন প্রকার বাসবার ব্যবস্থাপনাঃ
  • সিঙ্গেল বাসবার
  • সেকশনালাইজড সিঙ্গেল বাসবার
  • সেকশনালাইজড ডাবল বাসবার
  • ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার সিস্টেম
  • ডাবল বাসবার ডাবল ব্রেকার সিস্টেম
  • রিং বাসবার
  • ওয়ান অ্যান্ড হাফ ব্রেকার সিস্টেম
  • মেশ বাসবার সিস্টেম
একটি উপযুক্ত বাসবার ব্যবস্থা নির্বাচনের সময় নিন্মলিখিত দিক ও বিষয়সমূহ বিবেচনা করা উচিৎঃ
  • প্লান্ট পরিচালনার প্রয়োজন অনুযায়ী পূর্ন বা আংশিক চালু রাখার ব্যবস্থা।
  • লোডের পরিমান।
  • স্থানীয় অবস্থা।
  • স্থাপনের প্রাথমিক খরচ, পরিচালনা ও রক্ষনাবেক্ষন খরচ এবং প্রাপ্যতার ‍দিক।
  • রক্ষনাবেক্ষনের সুবিধাদি ও কর্মচারীদের নিরাপত্তার ‍দিক।
  • নির্মানে সরলতা ও স্পষ্টতার ‍দিক।
  • বর্ধিত করার সুবিধা।
  • বাসবারের আকার আকৃতির ‍দিক।
  • নিরাপদ এলাকা সুনির্দিষ্ট থাকা।
Busbar Picture
Electric Busbar
  

No comments

Powered by Blogger.