ফিউজ


ফিউজ কি?
ফিউজ একটি স্বল্পদৈর্ঘ্যের সরু ও কম গলনাঙ্কবিশিষ্ট পরিবাহি তার, যা বৈদ্যুতিক বর্তনীতে সংযুক্ত থেকে কোন নির্দিষ্ট পরিমান কারেন্ট অনির্দিষ্টকাল ধরে বহন করতে পারে। কিন্তু নির্ধারিত মানের ‍অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলেই নিজে গলে গিয়ে বর্তনীর ত্রুটিপূর্ন অংশকে উৎস হতে বিচ্ছিন্ন করে দেয়।
ভোল্টেজ রেটিং অনুযায়ী ফিউজকে প্রধানত দুই শ্রেনীতে ভাগ করা যেতে পারে, যথাঃ-
  • নিন্মচাপের ফিউজসমূহ
  • উচ্চচাপের ফিউজসমূহ
নিন্মচাপের ফিউজ আবার তিন প্রকার, যথাঃ-
  • আংশিক ঢাকা রি-অয়্যারেবল ফিউজ।
  • উচ্চ বিদারক ক্ষমতা সম্পন্ন কার্ট্রিজ ফিউজ।
  • ট্রিপিং যন্ত্রসহ এইচ.আর.সি. ফিউজ।
উচ্চচাপের ফিউজকে নিন্মলিখিত ভাগে ভাগ করা যেতে পারে, যথাঃ-
  • কার্ট্রিজ ফিউজ
  • তরল ফিউজ
  • মেটাল ক্ল্যাড ফিউজ
  • এক্সপালশন ফিউজ
  • ড্রপ-আউট ফিউজ
  • হর্ন গ্যাপ ফিউজ
  • স্ট্রাইকার ফিউজ
  • টাইম ডিলে ফিউজ
ফিউজিং এলিমেন্টের কারেন্ট রেটিং কি?
ফিউজ তার অতিরিক্ত উত্তপ্ত না হয়ে বা গলে না গিয়ে সর্ব্বোচ্চ যে পরিমান কারেন্ট বহন করতে পারে, তাকে ফিউজের কারেন্ট রেটিং বলে। এর মান অবশ্যই মিনিমাম ফিউজিং কারেন্ট অপেক্ষা কম হবে। ফিউজিং কারেন্ট রেটিং নির্ভর করে কন্টাক্টের তাপমাত্রা বৃদ্ধি, ফিউজ মেটেরিয়াল, ফিউজের পারিপার্শ্বিকতার উপর।
ফিউজিং কারেন্ট কি?
সর্বনিন্ম যে পরিমান কারেন্ট প্রবাহিত হলে ফিউজিং তার গলে যায়, তাকে ঐ ফিউজের ফিউজিং কারেন্ট বলে। ইহা অবশ্যই ফিউজিং এলিমেন্টের কারেন্ট  রেটিং অপেক্ষা অধিক হয়ে থাকে।
ফিউজিং ফ্যাক্টর কি?
ফিউজের মিনিমাম ফিউজিং কারেন্ট এবং কারেন্ট রেটিং অব ফিউজ-এর অনুপাতকে ফিউজিং ফ্যাক্টর বলে।
অর্থাৎ, ফিউজিং ফ্যাক্টর = সর্বনিন্ম ফিউজিং কারেন্ট/কারেন্ট রেটিং অব ফিউজ এলিমেন্ট
এর মান সব সময় 1 এর চেয়ে বড় হয়।
ফিউজিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত পদার্থসমূহঃ
  • টিন
  • লেড
  • জিঙ্ক
  • সিলভার
  • অ্যান্টিমনি
  • কপার
  • অ্যালুমিনিয়াম ইত্যাদি।
ফিউজের সুবিধা ও অসুবিধাসমূহঃ
সুবিধাসমূহঃ
  • প্রটেকটিভ/ রক্ষন যন্ত্রসমূহের মধ্যে সবচেয়ে সহজ ও সরল।
  • তেমন কোন রক্ষনাবেক্ষনের প্রয়োজন হয় না।
  • এর অপারেটিং টাইম সার্কিট ব্রেকারের অপারেটিং টাইম অপেক্ষা কম।
  • ফিউজ তার প্রয়োজনবোধে পরিবর্তন করা যায়।
  • এটি দামে সস্তা।
  • ইনভার্স টাইম বৈশিষ্টের জন্য এটি ওভার কারেন্ট প্রটেকশনে বেশ উপযোগী।
  • কোন প্রকার শব্দ, অগ্নিস্ফুলিংগ, ধোঁয়া বা গ্যাস ছাড়াই শর্ট সার্কিট কারেন্টের প্রবাহকে বিরত রাখে।
অসুবিধাসমূহঃ
  • বিশেষ ব্যক্তি/ জানা ব্যক্তি ছাড়া ফিউজ এলিমেন্ট বদলানো যায় না এবং বিপজ্জনক ও সময়সাপেক্ষ।
  • এর সঠিক রেটিং নির্ধারন করা প্রায় অসম্ভব বিধায় অনেক ক্ষেত্রে সঠিক মুহূর্তে ফিউজ পুড়ে যায় না।
  • যে কেউ ফিউজ তার বদলাতে গিয়ে মোটা তার লগালে সার্কিট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যেতে পারে।
  • ফিউজের কাট অফ ইফেক্ট গুন থাকায় উচ্চ ভোল্টেজের রিয়্যাক্টিভ সার্কিটে মারাত্মক ইনডিউসড ভোল্টেজ উৎপন্ন হওয়ার সম্ভবনা থাকে।
  • আর্ক নির্বাপণের তেমন কোন কার্য়করী ব্যবস্থা না থাকায় সাধারনত (33KV এর উপরে) High voltage লইনে ব্যবহার করা যায় না।
High Voltage Electric Fuse

High Voltage Electric Fuse
High Voltage Electric Fuse

No comments

Powered by Blogger.