সার্কিট ব্রেকার


সার্কিট ব্রেকার কি? 
ইহা একটি সুইচিং ডিভাইস, যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ হল, ইহা ত্রুটিপূর্ন সার্কিটকে আপনাআপনি সাপ্লাই হতে বিচ্চিন্ন করে এবং আপনাআপনি কিন্তু সার্কিটকে সংযোগ করে না। সংযোগ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হয়ে থাকে। তৈরির দিক দিয়ে সার্কিট ব্রেকারকে অবশ্যই মেকানিক্যাললি মজবুত হতে হয়। ইহা অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের বিভিন্ন প্রকার অপারেশনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।
সার্কিট ব্রেকার এর শ্রেণিবিভাগঃ
সার্কিট ব্রেকারকে দুই ভাগে ভাগ করা যায়-
  • হাই-ভোল্টেজ সার্কিট ব্রেকার (1000 ভোল্টের উপরে )
  • লো-ভোল্টেজ সার্কিট ব্রেকার (1000 ভোল্টের নিচে )  
আর্ক নির্বাপণের উপর ভিত্তি করে নিন্মিক্ত শ্রেণিতে ভাগ করা যায়ঃ
  • তেলবিহীন সার্কিট ব্রেকার।
  • তেলপূর্ন সার্কিট ব্রেকার।
তেলপূর্ন সার্কিট ব্রেকার আবার চার প্রকারঃ
  • বাল্ব অয়েল সার্কিট ব্রেকার।
  • মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার।
  • সেলফ জেনারেটেড প্রেসার টাইপ সার্কিট ব্রেকার।
  • এক্সটার্নালি জেনারেটেড প্রেসার টাইপ সার্কিট ব্রেকার।
  তেলবিহীন বিভিন্ন সার্কিট ব্রেকারঃ
  • ওয়াটার সার্কিট ব্রেকার।
  • গ্যাস সার্কিট ব্রেকার বা সারফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রোকার্
  • ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার।
এছাড়াও DC Circuit ব্রেকার রয়েছে।
 
 সার্কিট ব্রেকারের প্রধান টেস্টসমূহঃ
  • ডেভেলপমেন্ট টেস্ট
  • টাইপ টেস্ট
  • রুটিন টেস্ট
  • বিশ্বস্ততা টেস্ট
  • কমিশনিং টেস্ট।
সার্কিট ব্রেকারে রিস্ট্রাইকিং ভোল্টেজ কি?
আর্কিং পিরিয়ডে প্রায় কারেন্ট শূন্য অবস্থায় সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টস এর আড়াআড়িতে ট্রানজিয়েন্ট ভোল্টেজের উদ্ভব হয় তাকে রিস্ট্রাইকিং ভোল্টেজ বলে।
সার্কিট ব্রেকারে রিকভারি ভোল্টেজ কি?
সর্বশেষ আর্ক দূরীভূত হওয়ার পর সার্কিট ব্রেকার কন্ট্যাক্টস্‌ এর আড়াআড়িতে যে স্বাভাবিক ফ্রিকুয়েন্সির আর.এম.এস ভোল্টেজ দেখা দেয়, তাকে রিকভারি ভোল্টেজ বলে। ঐ ভোল্টেজ সিস্টেম ভোল্টেজের সমান। 

Circuit Breaker
Circuit Breaker

Circuit Breaker

No comments

Powered by Blogger.