রিলে


রিলে কি?
রিলে এমন একটি স্বয়ংক্রিয় ডিভাইস, যা বৈদ্যুতিক বর্তনীতে পূর্বনির্ধারিত কোন বৈদ্যুতিক শর্তের পরিবর্তনে সাড়া দেয় এবং প্রতিরক্ষার জন্য বর্তনীতে সংযুক্ত অন্যান্য রক্ষাপদ ডিভাইসগুলোকে কাজ করতে সাহায্য করে। যেমনঃ সার্কিট ব্রেকার সার্কিটকে বিযুক্ত করে রক্ষা করে। বৈদ্যুতিক শর্তের পরিবর্তনে বলতে সার্কিটের নির্ধারিত ভোল্টেজ, কারেন্ট, ফেজ, ফ্রিকুয়েন্সি, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহের দিক ইত্যাদির পরিবর্তনকে বুঝায়। রিলেকে সংক্ষেপে ইলেকট্রো-ম্যাগনেটও বলা হয়।
প্রকৃতপক্ষে, সার্কিট ব্রেকার ও কারেন্ট ট্রান্সফর্মার-এর মধ্যস্থলে রিলে অবস্থান করে। সিস্টেমের প্রতিটি ত্রুটির দিকে সর্বদা রিলেকে সাজাগ থাকতে হয় বিধায় ইহাকে ‘অতন্দ্রপ্রহরী’ বা ’নীরব প্রহরী’ বলা হয়ে ‍থাকে।

রিলে ব্যবহারের প্রয়োজনীয়তাঃ
পর্যপ্ত পরিমাণে প্রটেকশনের অভাবে ছোটখাটো ত্রুটির বৃহদাকার ত্রুটির রূপ নিতে পারে। যেমন- মটরের থার্মাল ওভারলোড প্রটেকশনের ব্যবস্থা থাকলে ওভার লোডিং হতে রক্ষা পেতে পারে, তাছাড়া ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট ইত্যাদির হাত থেকেও মটর ও অন্যান্য সরঞ্জামাদিকে রক্ষা করা যায়। যদি মটর ও অন্যান্য যন্ত্রাপাতি নষ্ট হয়ে যায় তবে এর মেরামতে বা পরিবর্তনে খরচ ও সময় বেশি লাগে। কাজেই বিভিন্ন ধরনের রিলে ব্যবহার করে যন্ত্রপাতি ও মটর এর ত্রুটির কারনে ক্ষতি কম হবে এবং ত্রুটি দূর করতে খরচ ও সময় কম ব্যয় হবে, ফলে উৎপাদন বেশি হবে। কাজেই প্রটেকটিভ রিলে ব্যবহার করা অত্যন্ত জরুরী।

রিলে ব্যবহারের সুবিধাঃ
  • বৈদ্যুতিক সিস্টেমের যেকোন অংশের ত্রুটি দেখা দিলে রিলে অপারেশনের কারনে অতি দ্রুত ঐ ত্রুটিযুক্ত অংশকে সাপ্লাই হতে বিচ্ছিন্ন করা যায়।
  • বৈদ্যুতিক সিস্টেমের কোন অংশে ত্রুটি দেখা দিয়েছে তা জানা যায়।
  • কোন ধরনের ত্রুটি হয়েছে তা রিলে অপারেশনের মাধ্যমে জানা যায়। 
 গঠন অনুসারে রিলের নাম নিন্মে দেওয়া হলঃ
  • সলিনয়েড অ্যাড প্লাঞ্জার টাইপ
  • পোলারাইজ টাইপ
  • ব্যালেন্সড বীম টাইপ
  • রেকটিফায়ার টাইপ
  • শেডেড পোল টাইপ
  • ওয়াট আওয়ার মিটার টাইপ
  • বাই মেটালিক স্ট্রীপ টাইপ
  • থার্মোকাপল টাইপ
  • ইলেকট্রনিক্স টাইপ
  • গ্যাস প্রেসার টাইপ
  • রোটেটিং টাইপ
  • স্থির টাইপ
পরিচালনার মূলনীতি অনুসারে রিলের নাম নিন্মে দেওয়া হলঃ
  • অ্যাট্রাকটেড আর্মেচার টাইপ রিলে, এটি ( ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশনে কাজ করে ),
  • মুভিং কয়েল টাইপ রিলে,
  • ইন্ডাকশন টাইপ রিলে। এটি ( ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কাজ করে ),
  • থার্মাল রিলে
  • ডিফারেনশিয়াল রিলে
  • ডিরেকশনাল পাওয়ার রিভার্স বা পাওয়ার রিলে
  • ডিরেকশনাল ওভার- কারেন্ট রিলে
  • আন্ডারভোল্টেজ, আন্ডারকারেন্ট অ্যান্ড আন্ডারপাওয়ার রিলে
  • ওভারভোল্টেজ, ওভারকারেন্ট অ্যান্ড ওভারপাওয়ার রিলে
  • বুখলজ রিলে
  • রেকটিফায়ার রিলে
  • স্ট্যাটিক রিলে
 সময়ের ভিত্তিতে রিলের নামঃ
  • ইনস্ট্যানটেনিয়াস টাইপ রিলে
  • টাইম ডিলে রিলে
  • গ্রেডেড টাইম প্রটেকশন টাইপ রিলে
  • ইনভার্স টাইম ল্যাগ রিলে
  • ডেফিনেট টাইম ল্যাগ রিলে
  • ইনভার্স ডেফিনেট মিনিমাম টাইপ ল্যাগ রিলে
ব্যবহার অনুযায়ী রিলেন নামঃ
  • ওভারভোল্টেজ, ওভারকারেন্ট, ওভারপাওয়ার রিলে
  • আন্ডারভোল্টেজ, আন্ডারকারেন্ট, আন্ডারপাওয়ার রিলে 
  • ওভারফ্রিকুয়েন্সি, আন্ডারফ্রিকুয়েন্সি রিলে
  • ওভারলোড রিলে
  • রিভার্স পাওয়ার রিলে
  • সেনসিটিভ রিলে
  • ডিসট্যান্স রিলে
  • ইনস্ট্যানটেনিয়াস রিলে
  • আর্থিং রিলে


Electric Relay
Electric Relay

No comments

Powered by Blogger.