ট্রন্সমিশন লাইনে ওভার ভোল্টেজের কারন


ওভার ভোল্টেজের কারনঃ
আভ্যন্তরীণ কারনঃ
  • সুইচিং সার্জ
  • ইনসুলেশন ফেইলিউর
  • আর্কিং গ্রাউন্ড
  • রেজোন্যান্স
অনাভ্যন্তরীন কারণঃ
  • বজ্রপাত
ইহা আবার দুই প্রকারঃ
  1. ডাইরেক্ট স্ট্রোক
  2. ইনডাইরেক্ট স্ট্রোক।
সার্জ কি?
পাওয়ার সিস্টেমে হঠাৎ করে খুবই অল্প সময়ের জন্য অস্বাভাবিক ভোল্টেজ বৃদ্ধিকে সার্জ বা ভোল্টেজ সার্জ বা ট্রানজিয়েন্ট ভোল্টেজ বলা হয়।
ট্রানজিয়েন্ট বা সার্জের উপস্থিতি খুবই অল্প সময় ( যেমনঃ মাত্র কয়েক শত মাইক্রোসেকেন্ড ), কিন্তু ইহার প্রভাবেই লাইনের ওভারভোল্টেজের সৃষ্টি হয়।
সার্জের কারণ ও প্রভাবঃ
পাওয়ার সিস্টেমের বিভিন্ন উপাদান, যেমনঃ ওভারহেড লাইন, ট্রান্সফরমার, জেনারেটর, ইনসুলেটর প্রভৃতি ওভারভোল্টেজে পতিত হয়। এ ওভারভোল্টেজ বিভিন্ন কারণে সংগঠিত হয়ে থাকে। যেমনঃ লাইটনিং, সুইচিং, ইনসুলেশন ফেইলিউর, আর্কিং গ্রাউন্ড, রেজোনেন্স। অধিকাংশ ওভারভোল্টেজের স্থায়িত্ব খুব বেশি রা হলেও এদের তাৎক্ষনিক প্রতিক্রিয়ার কারণে সার্কিটের সরঞ্জামাদি বিনষ্ট হয়ে যায়, যা সার্কিটের পারফরমেন্সকে বাধাগ্রস্থ করে, পাওয়ার সিস্টেমে বিভিন্ন ইকুইপমেন্টের ইনসুলেশন ব্রেক ডাউন ঘটায় ইত্যাদি। বজ্রপাতের কারনে ট্রান্সমিশন লাইনে যে ওভারভোল্টেজের সৃষ্টি হয়, তা বেশ গুরুত্বপূর্ন। যখন লাইনে লাইটনিং স্ট্রোকের সৃষ্টি হয়, তখন লাইনে সার্জ ভোল্টেজ প্রবহমান হয়। যেমন- সংকীর্ণ উপত্যকায় বন্যার উপস্থিতি চারপাশের বাঁধে ক্ষয়ক্ষতি হয় ঠিক তেমনই সার্জের উপস্থিতি লাইনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

আর্কিং গ্রাউন্ড কি?
লাইন-টু-গ্রাউন্ড ফল্টের সময় থ্রি-ফেজ আনগ্রাউন্ড সিস্টেমে যে সবিরাম আর্কের দৃষ্যমান হয় এবং এর ফলে যে ট্রানজিয়েন্ট ভোল্টেজের সৃষ্টি হয়, তাকেই আর্কিং গ্রাউন্ড বলে। নিন্ম ভোল্টেজ এর শর্ট লাইনে ইনসুলেটেড নিউট্রাল ( আন-গ্রাউন্ড ) তেমন কোন সমস্যার সৃষ্টি করে না, কিন্তু দীর্ঘ লাইন এবং উচ্চ ভোল্টেজের সময় এ অবস্থায় সৃষ্টি হয়।

নিউট্রাল আর্থিং করার সুবিধাঃ
  • আর্থিং গ্রাউন্ড দূরীভূত হয়।
  • আর্থের সাপেক্ষে সুস্থ লাইন নিরাপদ মানে থাকে।
  • লাইনের ইন্সুলেশন দীর্ঘস্থায়ী হয়।
  • সঠিক ভারসাম্যবিশিষ্ঠ নিউট্রাল পয়েন্ট পাওয়া যায়
  • বজ্রপাতের কারনে ওভারভোল্টেজ আর্থ ডিসচার্জ করা যায়।
  • আর্থ ফল্ট রিলে অপারেশনের সুবিধা পাওয়া যায়।
  • আনব্যালেন্স ভোল্টেজের অসুবিধা দূর হয়।
  • অপারেটরের অধিকতর নিরাপত্তা বজায় থাকে।
  • বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের নিরাপত্তা সাধিত হয়।
  • সমগ্র পাওয়ার সিস্টেমের উন্নতি হয়।
নিউট্রাল পয়েন্টের আর্থিং করার বিভিন্ন পদ্ধিতিঃ
  • সলিড গ্রাউন্ডিং বা ইফেকটিভ গ্রাউন্ডিং
  • রিয়্যাকট্যান্স গ্রাউন্ডিং
  • রেজোন্যান্ট গ্রাউন্ডিং
  • রেজিস্ট্যান্স গ্রাউন্ডিং। 
ট্রান্সমিশন লাইন
ট্রান্সমিশন লাইন

No comments

Powered by Blogger.