বজ্রপাত সুরক্ষা ব্যবস্থা


লাইটনিং অ্যারেস্টার কি?
লাইটনিং অ্যারেস্টার বা সার্জ ডাইভার্টার হল এক ধরনের প্রটেকটিভ ডিভাইস, যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজ সার্জকে সারাসরি মাটিতে প্রেরন করে। ওভারহেড লাইনের তার আকাশের নিচে খোলা অবস্থায় থাকে। তাই এসব লাইনের উপর ঝড়বৃষ্টির দিনে যেকোন সময় বজ্রপাত ঘটতে পারে। বজ্রপাত হলে লাইনের ভোল্টেজ বহুগুন বেড়ে যায়। এ অতিরিক্ত ভোল্টেজের ক্ষতিকর প্রভাব হতে ওভারহেড লাইন হতে বিদ্যুৎ সরবরাহ দেয়া হয় এমন সব যন্ত্রপাতি, বাড়িঘর, কলকারখানা প্রভিতিকে রক্ষা করার জন্য যে সরঞ্জামটি লাইনের সঙ্গে ব্যবহার করা হয়, তাকেই ইংরেজিতে লাইটনিং অ্যারেস্টার বলে।
লাইটনিং অ্যারেস্টার
লাইটনিং অ্যারেস্টার
এর কাজ কি?
লাইটিং অ্যারেস্টারের প্রধান কাজ হচ্ছে লাইনে বজ্রপাত হলে তাকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়া। এজন্য লাইটনিং অ্যারেস্টারকে আর্থ করতে হয়। এ তার যতটা সম্ভব লাইটনিং অ্যারেস্টার হতে নিয়ে সরাসরি আলাদা আর্থ ইলেকট্রোডের সঙ্গে সংযুক্ত করতে হয় এবং সেখানে কার্যত সম্ভব তারের বাঁক পরিহার করতে হবে।
ওভারহেড লাইনে যেখানে পোল বা টাওয়ারের সবচেয়ে উঁচু স্থান বরাবর আর্থের তার টানা থাকে, সেখানে বজ্রপাত হতে লাইনকে রক্ষা করার কাজে এ তার যথেস্ট সাহায্য করে। সবচেয়ে উঁচুতে থাকার কারনে বজ্রপাত হলে তা প্রথমে আর্থের তারের উপর এসে পড়ে এবং উচ্চ তড়িৎ চাপের বিদ্যুৎ তরঙ্গ তখন সঙ্গে সঙ্গে আর্থে চলে যায়।
কিন্তু যেখানে বাড়ি বা কারখানায় সার্ভিস কানেকশন দেয়া হয়, কিংবা যেখানে ট্রান্সফর্মার বা অন্যান্য যন্ত্রপাতি লাইণের সঙ্গে সংযোগ করা থাকে, সেখানে বৈদ্যুতিক স্থাপন বা যন্ত্রপাতি পভৃতিকে রক্ষা করার জন্য লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করা হয়।
লাইটনিং অ্যারেস্টারের প্রয়োজনীয় গুনাগুনঃ
  • স্বাভাবিক পাওয়ার ফ্রিকুয়েন্সিতে অ্যারেস্টারের ভিতর দিয়ে যেন কোন কারেন্ট প্রবাহিত না হয়;
  • ডিসচার্জ কারেন্ট যেন লাইটনিং অ্যারেস্টারকে ক্ষতি না করে;
  • ডিসচার্জের সময় অ্যারেস্টারের আড়াআড়িতে রেসিডুয়াল ভোল্টেজের পরিমাণ খুব বেশি বা খুব কম না থাকেে;
  • সার্জ দূরীভূত হবার পর যেন পুনরায় স্বাভাবিক অবস্থায় আসতে পারে;
  • সার্জ কারেন্ট অ্যারেস্টার-এ প্রবাহিত হওয়ার সময় এর মান যেন অ্যারেস্টারের ব্রেকডাউন স্ট্রেংথ অতিক্রম না করে;
  • আর্ক নিভানোর যেন ব্যবস্থা থাকে।
লাইটনিং অ্যারেস্টার নির্বাচন প্রক্রিয়া ঃ
  • নির্বাচন স্থানে সর্বোচ্চ ফেজ-টু-গ্রাউন্ড পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ নির্ধারন করা হয়।
  • বজ্রপাতের নেটওয়ার্ক অ্যানালাইসিস এবং স্ট্যাটিক্সস ডাটার মাধ্যমে বজ্রপাতের মান, ওয়েভশেপ, ইম্পালস্ ভোল্টেজ, ডিসচার্জ কারেন্ট ইত্যাদি দেখা হয়।
  • প্রটেকটিভ ডিভাইসেস (লাইটনিং অ্যারেস্টার) ইনসুলেশন স্ট্রেংথ দেখা হয়।
  • লাইটনিং অ্যারেস্টারের মোটামুটি ভোল্টেজ রেটিং ও শ্রেনী দেখা হয়।
  • লাইটনিং অ্যারেস্টারের ক্ষমতা অনুযায়ী লিমিট ভোল্টেজের লেভেল দেখা হয়।
  • ফাইনাল সিলেকশন (সর্বশেষ)।

লাইটনিং অ্যারেস্টারের প্রকারভেদ ঃ
  • রড গ্যাপ অ্যারেস্টার
  • হর্ন গ্যাপ অ্যারেস্টার
  • মাল্টিগ্যাপ অ্যারেস্টার
  • এক্সপালশন টাইপ লাইটনিং অ্যারেস্টার
  • ভাল্ব টাইপ লাইটনিং অ্যারেস্টার বা থাইরাইট টাইপ অ্যারেস্টার
  • স্পেয়ার গ্যাপ অ্যারেস্টার
  • অক্সাইড ফিল্ম অ্যারেস্টার
  • ইলেকট্রোলাইট টাইপ অ্যারেস্টার
  • লেড অক্সাইড টাইপ অ্যারেস্টার।
Lightning Protection System
Lightning Protection System

2 comments:

Powered by Blogger.