অটো-রিক্লোজার
অটো-রিক্লোজারের কাজ কি?
অথবা, অটো-রিক্লোজার কেন ব্যবহার করা হয়?
বিদ্যুৎ সরবরাহ ও বিতরন ব্যবস্থায় ওভারহেড ট্রান্সমিশন লাইনে অধিকাংশ ত্রুটি ট্রানজিয়েন্ট টাইপের। দেখা গেছে, অধিকাংশ ত্রুটি (প্রায় 90%) ( যেমন- বজ্রপাত, পাখি, গাছের শাখাপ্রশাখা ইত্যাদির মাধ্যমে সাময়িকভাবে লাইন পতন ) কয়েক মুহূর্ত পরে আপনাআপনি সেরে যায়। কেননা, ট্রানজিয়েন্ট টাইপের ফল্টগুলো খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যায়, যার কারণগুলো আগে বলা হয়েছে। এক্ষেত্রে সাধারণ সার্কিট ব্রেকারে ত্রুটি দেখা দেয়ামাত্রই ট্রিপ করে যায় এবং পরবর্তী মুহূর্তে ত্রুটি আপনাআপনি সেরে গেলেও স্বয়ংক্রিয়ভাবে পুরঃসংযোগ হয় না এবং এক্ষেত্রে পুনঃসংযোগের জন্য ব্যক্তিবিশেষের হস্তক্ষেপের প্রয়োজন হয়। উল্লেখিত অসুবিধা দূরীকরনের জন্য অটো-রিক্লোজার ব্যবহারের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা বিধান করা হয়। এতে সার্কিটের ডাই-ইলেকট্রিক শক্তি বৃদ্ধি পায়।
অটো-রিক্লোজারের কার্যপ্রনালীঃ
লাইনে ত্রুটি দেখা দিলে এ ডিভাইস কিছু সময়ের ব্যবধানে (সাধারনত 0.3 সেকেন্ড) লাইনকে বিচ্ছিন্ন এবং পুনঃসংযোগ করতে পারে। পর পর তিনবার এ প্রচেষ্টা চালানোর পরও ত্রুটি স্থায়ী হলে ইহা লাইনকে আর পুনঃসংযোগ করে না। তখন ধারনা করা হয় বড় ধরনের ত্রুটি দেথা দিয়েছে এবং সেক্ষেত্রে ত্রুটি নির্ধারন করে মেরামতের প্রয়োজন। এমতাবস্থায় ব্যক্তিবিশেষের উপস্থিতির মাধ্যমে ত্রুটি সেরে সার্কিট ব্রেকার চালু করতে হয়। এখানে উল্লেখ্য যে, সামান্য ত্রুটি, যা আপনাআপনি সেরে যাওয়ার মত এবং অটো-রিক্লোজার ব্যবহারের ফলে পর পর তিন বারের চেষ্টায় পুনঃসংযোগ করা হয়, তাতে মোট সময় এত কম লাগে যে, তা সাধারন গ্রাহকদের দৃষ্টিগোচর হয় না। প্রধানত গ্রামীন সরবরাহ বা এল. টি. লাইনে ইহা বেশি ব্যবহৃত হয়।
সাধারনত দুই ধরনের রিক্লোজিং ব্যবস্থা ব্যবহৃত হয়ে থাকে, যথাঃ- সিঙ্গেল ফেজ অটো-রিক্লোজিং
- থ্রি-ফেজ অটো-রিক্লোজিং।
অটো-রিক্লোজার |
No comments