বাসায় বসে খুব সহজে ইনভার্টার তৈরি করুন


সার্কিটের বর্ননাঃ
এটি আপনি খুব সহজে এবং স্বল্প খরচে তৈরি করতে পারবেন। এটার মাধ্যমে 70-80 ওয়াট লোড ব্যবহার করতে পারবেন, ব্যাকাপ সময় সম্পূর্নই লোডের উপর নির্ভর করবে। ট্রানসিস্টরে অবশ্যই হিট সিঙ্ক ব্যবহার করতে হবে।
সার্কিট টেস্টঃ
এটি ব্যবহারের পূর্বে অবশ্যই চেক করে নিতে হবে, প্রথমে ট্রান্সফর্মারের আউটপুটে 50-60 ওয়াটের একটি বাল্ব যুক্ত করে নিন তারপর ইনপুটে 12 ভোল্টের ব্যটারী সংযোগ করুন, যদি বাল্ব উজ্জ্বল আলো দেয় তাহলে সার্কিট সঠিক হয়েছে যদি বাতি কম বা না জ্বলে তবে সার্কিটটি পুনরায় চেক করুন।
ব্যবহারঃ
পাওয়ার ল্যাম্প, CFL লাইট, সোল্ডারিং আয়রন, এবং লো রেটিংয়ের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সে এটি ব্যবহার করতে পারেন। 

ইনভার্টার সার্কিট ডায়াগ্রাম
ইনভার্টার সার্কিট ডায়াগ্রাম
প্রয়োজনীয় উপকরনঃ
  • R1, R2= 100 Ohms./ 10 watts wire wound.
  • R3, R4= 15 Ohms/ 10 watts wire wound
  • T1, T2 = 2N3055 power transistors.
  • Transformer= 9- 0- 9 Volts / 5 Amps.
  • Automobile battery= 12 Volts/ 10AH.
  • Aluminum heat sink= cut as per the required size.
  • Ventilated metal cabinet= as per the size of the whole assembly.
ওয়্যারিং ডায়াগ্রাম
ওয়্যারিং ডায়াগ্রাম
 

No comments

Powered by Blogger.